Check out wonder full Bengali posts:
মন বলে আজ ঢাকের তালে
মায়ের হলো সময় যাওয়ার
আসছে বছর আসবে আবার
॥ শুভ বিজয়া ॥
মা যাবে শ্বশুরবাড়ি
সঙ্গে দেবো মিষ্টির হাড়ি।
বলবো মাকে বরন করে
সামনের বছর এসো তাড়াতাড়ি
॥ শুভ বিজয়া ॥
- Here comes some best of the quotes let them into your loved ones inbox in order to make them happy and blessed. Festival are made not just to make fun out of it it gets us the chance to Enhance with our loved ones. Happy Vijaya Dashmi.
সাঙ্গ হলো পুজোর বেলা,
আজ মায়ের যাওয়ার পালা।
॥ শুভ বিজয়া ॥
আজ মায়ের যাওয়ার পালা।
॥ শুভ বিজয়া ॥
অনেক স্বপ্ন পুরন করে,
মা চলে যান কোন সুদুরে
মায়ের আসা, মায়ের যাওয়া
নতুন খুশির নতুন হাওয়া
দুঃখ করে লাভ কি তবে,
নতুন খুশির নতুন হাওয়া
দুঃখ করে লাভ কি তবে,
আসছে বছর আবার হবে!
॥ শুভ বিজয়া ॥
ভালো থাকা ভালোবাশা
ভালো মনে কিছু আশা
বেদনার দুরে থাকা
সুখস্মৃতি ফিরে দেখা
বন্ধন থেকে বরন-ডালা,
বিজয়া মানে এগিয়ে চলা।
ভালো মনে কিছু আশা
বেদনার দুরে থাকা
সুখস্মৃতি ফিরে দেখা
বন্ধন থেকে বরন-ডালা,
বিজয়া মানে এগিয়ে চলা।
॥ শুভ বিজয়া ॥
মহাপার্বনের সমর্পণ
সিঁদুর খেলার হাত ধরে
বিদায় নিয়ে চোখের জলে
সিঁদুর খেলার হাত ধরে
বিদায় নিয়ে চোখের জলে
আসছে মা আবার বছর ঘুরে
॥ শুভ বিজয়া ॥
ঢাকের আওয়াজ গেল মিলে
পুজো হলো শেষ
প্রানে শুধু জগিয়ে রেখো
এই খুশির রেশ
প্রানে শুধু জগিয়ে রেখো
এই খুশির রেশ
॥ শুভ বিজয়া ॥
সুখের স্মৃতি রেখে মনে
মিশো আপনজনে
॥ শুভ বিজয়া ॥
মন বলে আজ ঢাকের তালে
আসছে বছর আয় মা চলে
॥ শুভ বিজয়া ॥
॥ শুভ বিজয়া ॥
মায়ের হলো সময় যাওয়ার
আসছে বছর আসবে আবার
॥ শুভ বিজয়া ॥
আশার প্রদীপ রেখো জ্বেলে
মা আসছে এই বছর ঘুরে
॥ শুভ বিজয়া ॥
মা আসছে এই বছর ঘুরে
॥ শুভ বিজয়া ॥
মা যাবে শ্বশুরবাড়ি
সঙ্গে দেবো মিষ্টির হাড়ি।
বলবো মাকে বরন করে
সামনের বছর এসো তাড়াতাড়ি
॥ শুভ বিজয়া ॥
পুজোর শেষ দিনের আলো,
মন ভরা দুখের কালো
মনপথের কোন ঠিকানায়
পূজার সেই স্মৃতি রয়ে যায়
মনকে শুধু বোঝাই তবে,
আসছে বছর আবার হবে
॥ শুভ বিজয়া ॥মন ভরা দুখের কালো
মনপথের কোন ঠিকানায়
পূজার সেই স্মৃতি রয়ে যায়
মনকে শুধু বোঝাই তবে,
আসছে বছর আবার হবে
0 Comments